ডিসেম্বর ১৭, ২০২২
আশাশুনির ফকরাবাদে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার জোহর বাদ ফকরাবার ঈদগাহ মাঠে তাকে গার্ড অফ অনার প্রদান করেন ইন্সপেক্টর তদন্ত নাজমুল হোসেনের নেতৃত্বে এস আই নবাব আলী সহ সঙ্গীয় পুলিশ সদস্য। গার্ড অফ অনার শেষে একই স্থানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার শেষ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। উল্লেখ্য ফকরাবাদ গ্রামের মৃত আছির উদ্দিন সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা, বাইতুন নূর জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলী সরদার (৭২)। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার রাত ১টার দিকে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধার দাফনে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের পিতা মোক্তার হোসেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, শাহাবুদ্দিন বিশ্বাস সহ মুক্তিযোদ্ধা বৃন্দ, ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর সহ সদস্য বৃন্দ, শত শত সাধারণ জনগণ ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমের নাতি হাফেজ আরিফুল ইসলাম আরিফ। 8,446,361 total views, 7,624 views today |
|
|
|