নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মৎস্য চাষীদেরকে বাগদা চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত একদিনের প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাছ চাষীরা অংশ নিয়েছেন। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার ও সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। মৎস্য চাষে ঘের প্রস্তুত, ঘেরের ব্যবস্থাপনা, আধুনিক মাছ চাষের পদ্ধতি, মাছের রোগ বালাই দমন, মাছ ধরা, বাজারজাত করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/