নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে এবছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এ ৮৬৫ জনের পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) আশাশুনির ৩ কেন্দ্রে পরীক্ষা শুরু হবে।
উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম জানান, আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। সর্বশেষ ২০০৮ সালে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। সবশেষ ২০১৯ সালে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর কোভিড-১৯ এর কারণে পরীক্ষা বন্ধ ছিল। এবছর পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তবে সমাপনী নয় বৃত্তি পরীক্ষা হচ্ছে। বৃত্তি পরীক্ষা শুরু হওয়ায় অভিভাবকসহ শিক্ষার্থীদের মনে বিশেষ আমেজ দেখা যাচ্ছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/