আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি : মধ্যরাতে পুড়ে ছাই হয়েছে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী গ্রামের আমিরুল ইসলামের বসতঘর। বৃহস্পতিবার ভোররাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী আমিরুল ইসলাম ইটভাটায় শ্রমিকের কাজ করেন বলে জানা গেছে। বসতঘর ও আসবাবপত্র পুড়ে তার কয়েকলক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে। ঘটনার বর্ণনায় আমিরুল ইসলাম জানান, ‘সম্প্রতি তিনি নতুন একটি ঘর বানিয়েছেন। পরিবার নিয়ে সেখানেই থাকেন। তবে আসবাবপত্রগুলো নতুন ঘরে তোলা হয়নি। পুরোনো ঘরে সকল আসবাবপত্র ছিলো। এরমধ্যে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়।
বাইরে এসে দেখি আমার পুরোনো ঘরে দাউ দাউ করে আগুন জ¦লছে। চিৎকার চেচামেচিতে প্রতিবেশীরা বাইরে এসে যে যার মত পাশর্^বর্তী খাল থেকে পানি এনে আগুন নেভাতে ঝাপিয়ে পড়ে। যখন আগুন নেভাতে সক্ষম হই ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়’। তিনি আরো বলেন, ‘ধারণা করছি রান্না ঘরে চুলার পাশে কয়লার আগুন ছিলো। সেখান থেকে গ্যাসের সিলিন্ডারের পাইপ পুড়ে আগুন লাগতে পারে। তবে এই আগুনে ঘরসহ কয়েক লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।