Site icon suprovatsatkhira.com

অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়োদ্দীপ্ত অঙ্গীকারে তরুণরাই দেখাবে আলোর পথ সাতক্ষীরায় সাংবাদিকদের বিজয় দিবসের আলোচনায় বক্তারা

প্রেস বিজ্ঞপ্তি : মহান মুক্তিযুদ্ধের চেতনায় অরুণপ্রাতের তরুণরাই এগিয়ে নিয়ে যাবে দেশকে, জাতিকে। আগামী দিনের আশা-ভরসার প্রতিচ্ছবি বুকে ধারণ করে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়োদ্দীপ্ত অঙ্গীকারে তরুণরাই দেখাবে আলোর পথ। বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে আগামীর প্রজন্মকে দেশ প্রেমিক সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। যে চার নীতির উপর ভিত্তি করে লাখো শহিদের রক্তে রচিত হয়েছে আমাদের সংবিধান তা আজও বাস্তবায়ন হয়নি। স্বাধীনতা বিরোধী চক্র আজও সক্রিয়। অন্যায়-অবিচার, দুর্নীতি, মাদক, সন্ত্রাস নির্মূল করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে জাতিতে মুক্ত করতে হলে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থার চির অবসান ঘটাতে হবে। তবেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হবে। ১৬ ডিসেম্বর বিকাল ৩:৩০ মিনিটের সময় মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরা শহরের কোরাইসি ফুড পার্কের কনফারেন্স রুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আনিসুর রহিম, ইনকিলাবের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাংবাদিক কাজী শহিদুল হক রাজু, শরীফুল¬াহ কায়সার সুমন, কাজী শওকত হোসেন ময়না, শামীম পারভেজ, এসএম শহীদুল ইসলাম, কেএম আনিসুর রহমান, আহসানুর রহমান রাজিব, আব্দুস সামাদ, মহিদার রহমান, আমিরুজ্জামান বাবু, ইব্রাহীম খলিল, ফারুক রহমান, ইব্রাহীম খলিল, তপু হাসেমী, মুনসুর রহমান ও আসাদুজ্জামান সরদার প্রমুখ। এসময় জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয় সন্ধ্যায় পিঠা উৎসবে আনন্দ উপভোগ করেন সাংবাদিকরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version