ডিসেম্বর ২৬, ২০২২
হরিনগরে এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টে সুন্দরবন প্রেসক্লাবের জয়
![]() সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে অনির্বাণ ক্লাবের আয়োজনে এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টে কঠিন সমীকরণে কষ্টার্জিত জয় পেয়েছে সুন্দরবন প্রেসক্লাব। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টায় ৯ম দিনের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুন্সীগঞ্জ ওরিয়ার্স টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১৬ ওভার ১বলে সব কয়টি উইকেট হারিয়ে মুন্সীগঞ্জ ওরিয়ার্স ১২৩ রান করে। জবাবে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮.৫ বলে ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সুন্দরবন প্রেসক্লাব। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় সুন্দরবন প্রেসক্লাবের প্লেয়ার প্রবীর কর্মকার সোনা। ধারাভাষ্যে ছিলেন, রোকনউজ্জামান ও মাহবুব হোসেন। আম্পায়ারের দ্বায়িত্বে ছিলেন নুরহোসেন ও রাসেল। মঙ্গলবার ২৭ ডিসেম্বর ট্রফি ফাইটার্স বনাম হরিনগর কিংসের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে দুপুর ২টায়। 5,741,456 total views, 805 views today |
|
|
|