ডিসেম্বর ১১, ২০২২
সুন্দরবনের অভয়ারণ্যে বনবিভাগের অভিযান ১টি ট্রলারসহ ৬জেলে আটক
জি এম মাছুম বিল্লাহ: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে বনবিভাগের বিশেষ অভিযানে ১টি ট্রলারসহ ৬জেলেকে আটক করেছে। রবিবার (১১ই ডিসেম্বর) ভোর ছয়টার দিকে গহিন সুন্দরবনের মাইটার খাল নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়। আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার মৃত কাদের খাঁর ছেলে কবির খাঁ, বেলায়েত খাঁর ছেলের শুকুর আলী খাঁ, মুনছুর শেখের ছেলে মোজাম শেখ, মোহাম্মদ খাঁর ছেলে শেখ ইমরান খাঁ, আরশাদ আলী খাঁর ছেলে আব্দুল্লাহ ও হাবিবুর রহমান শেখের ছেলে গোলাম রসুল। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এস ও) মোঃ নূরুল আলম জানান, পুষ্পকাটি অভয়ারণ্য কেন্দ্রের ইনচার্জ কামাল পাশার নেতৃত্বে অবৈধভাবে অভয়ারণ্যে প্রবেশের অভিযোগে ১টি ইঞ্জিন চালিত ট্রলারসহ ছয় জেলেকে আটক করেছে। তিনি আরো জানান, সহকারী বন সংরক্ষণ (এসিএফ) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী স্যারের নেতৃত্বে দল বেশকিছু নৌকা আটক করেছে বলে জানান। আটকৃতরা (সিওআর) এর আবেদন জানিয়েছেন (সিওআর) সম্ভব না হলে আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। 8,255,542 total views, 4,451 views today |
|
|
|