ডিসেম্বর ১২, ২০২২
সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
নিজস্ব প্রতিবেদক : সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন ও স্কুল ড্রেস বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন। এসময় তিনি বলেন, ‘প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়! তারাও আমাদের সন্তান। বর্তমান সরকার প্রতিবন্ধিদের কল্যাণে কাজ করছে। আগামী দিনে প্রতিবন্ধিদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। সুতরাং তাদের কল্যাণে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। এসময় তিনি বিদ্যালয়ের ৮৬জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষাসহকারীর হাতে স্কুল ড্রেস তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ এবং বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা। এছাড়া আরো বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রাণী প্রমুখ। উল্লেখ বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোস্তফা কামাল লস্কর এর আর্থিক সহযোগীতায় সর্বমোট ৯০জন শিক্ষার্থী ও শিক্ষাসহকারীর মাঝে উক্ত স্কুল ড্রেস বিতরণ করা হয়। স্কুল ড্রেস বিতরণ শেষে অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। 8,172,499 total views, 13,284 views today |
|
|
|