ডিসেম্বর ২৬, ২০২২
সাতক্ষীরা খ্রীষ্টরাজার গীর্জা ক্যাথলিক চার্চে বড়দিন পালিত
![]() প্রেস বিজ্ঞপ্তি : সারাদেশের ন্যায় সাতক্ষীরা খ্রীষ্টরাজার ক্যাথলিক গীর্জায় বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশ খ্রীষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে। ক্যাথলিক গীর্জায় ২৪ ডিসেম্বর রাত্র ১১টা ৪৫ মিনিটে বড়দিনের খ্রীষ্টযাগ উৎস্বর্গ করেন চার্চের পালক পুরোহিত ফাদার লরেন্স ভালোত্তি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পৌল সাহা। বড়দিন উপলক্ষে শহরের বাটকেখালীস্থ খ্রীষ্টান ক্যাথলিক চার্চে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রঙিন সাজে বাতি, বেলুন, ফেস্টুন, ফুলসহ বাহারী সাজে সজ্জিত করে শুধু তাই নয় খ্রীষ্টরাজের গীর্জায় প্রবেশ পথে নয়নাভিরাম গেট স্থাপনসহ পুরো ক্যাথলিক মিশন চত্বরে নতুনভাবে সেজেছিল ও আশে পাশের এলাকায়ও রঙিন সাজে সজ্জিত করা হয়। ২৫ ডিসেম্বর রবিবার যিশুর জন্মোৎসব উপলক্ষে সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা ক্যাথলিক চার্চ মিলনায়তনে সাতক্ষীরা কেন্দ্রীয় সক্রিয় খ্রিষ্টীয় সমাজ, বড়দিন ও নববর্ষ উদযাপন কমিটির আয়োজনে ‘বড়দিন শীর্ষক আলোচনা সভা’ অনুষ্ঠান কেক কাটা, বিশেষ প্রার্থনা, পৌল সাহা সম্পাদনায় ‘বড়দিনের বারতা’ নামে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়দিন খ্রীষ্টান ধর্মের অনুসারীদের প্রধান উৎসব হলেও এখানে সকল স¤প্রদায়ের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। মিশনের মাঠ চত্বর ছিল কানায় কানায় পূর্ণ। অনুষ্ঠানে জনহালদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চার্চের পালক পুরোহিত লরেন্স ভালোত্তি, ফাদার রিপন সরদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা নাগরিক কমিটির আহŸায়ক মোঃ আনিসুর রহিম, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমীন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাশ সোনা, কার্যনির্বাহী সদস্য প্রবীর পোদ্দার, নির্মল সরদার, বিজয় সরদার, মানিক সরকার, তারামনি পান্ডে, সবিতা সরদার, বিকাশ মন্ডল, রাজিব কলিন্স বৈরাগী, তেরেজিনা সাহা। এ সময় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সকল পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় সক্রিয় খ্রীষ্টিয় সমাজ বড়দিন উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পৌল সাহা। 5,740,903 total views, 252 views today |
|
|
|