ডিসেম্বর ১৪, ২০২২
সাতক্ষীরা ইয়ূথ হাবের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে সিডো সংস্থার বাস্তবায়নে গেøাবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় বুধবার বেলা ০৯ টায় বাটকেখালীস্থ সাতক্ষীরা ইয়ুথ হাবে “পুরুষ তান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে কর্মক্ষেত্রে নারীর প্রতি নিপীড়ন বাড়ছে” এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশ গ্রহন করেছিলেন প্রান্তিক যুব সংঘের মো: ইউনুছ আলী, মো: সাদিক ও বৈশাখী সুলতানা। বিপক্ষ দলে অংশগ্রহন করেছিলেন স্বাপ্নচূড়া যুব সংঘের মো: সিফাত হোসেন, বেতনা যুব সংঘের সাব্বির হোসনে ও সাকিব হোসেন। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল বিজয়ী হয়েছে। অংশগ্রহনকারী প্রত্যেকে সার্টিফিকেট প্রদান করা হয়। পক্ষ দলের দলনেতা বৈশাখী সুলতানা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। মডারেটরের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার মো: গিয়াসউদ্দীন, বিচারকের দায়িত্ব পালন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী তহিদুজ্জামান (তহিদ), ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ জিসান মাহমুদ। বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে তরূন তরূনীদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব তৈরী হয়েছে। যুব তরূনরাই পারে সমাজের সকল বাধা অতিক্রম করতে। নিয়মিত তরূনদের মধ্যে এ রকম প্রতিযোগিতা তাদের মেধা বিকাশের অন্তরায় হবে। 8,186,435 total views, 8,796 views today |
|
|
|