ডিসেম্বর ৩০, ২০২২
সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরার কমিটি গঠন মামুন সভাপতি, রাজা সম্পাদক
![]() সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরার বার্ষিক সাধারণ সভা ও ২০২৩ সালের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ৩০ ডিসেম্বর বেলা ১১টায় শহরের নিউ মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা পরবর্তী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক ছিলেন মেহেদী আলী সুজয়, সদস্য খন্দকার আনিছুর রহমান ও মাহফিজুল ইসলাম আক্কাজ। এসময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর মোস্তফা আলী, এম বেলাল হোসেন, আব্দুর রহমান, সৈয়দ সাদিকুর রহমান, রিজাউল করিম, সেলিম হোসেন, মাসুদ আলী, শেখ কামরুল ইসলাম, আসাদুজ্জামান মধু, শহিদুজ্জামান শিমুল, আজিজুল ইসলাম ইমরান, সৌরভ হোসের ও গাজী ফরহাদ। উল্লেখ্য ২০১৩ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদ কর্মীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই সংগঠনটিকে আরো গতিশীল করতে এবং মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কর্ম পরিকল্পনা বাস্তবাায়নে সম্মিলিতভাবে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। (প্রেস বিজ্ঞপ্তি)। 5,727,150 total views, 4,610 views today |
|
|
|