ডিসেম্বর ২৫, ২০২২
সবার প্রতি সবার ভালোবাসা ও দুঃস্থ মানুষের পাশে থাকাই হল বড়দিন .............এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
![]() ডেস্ক রিপোর্ট: কলারোয়ার ১ নং জয়নগর ইউনিয়নের ধানদিয়া মিশনে শুভ বড় দিন উদযাপন করেছেন খ্রিস্টান সম্প্রদায়। শান্তি-সমৃদ্ধি কামনায় বড় দিন ঘিরে অনুষ্ঠিত হয় কেক কাটা ও আলোচনা সভার।
গতকাল রবিবার রাত ৮ টায় বড় দিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার এমপি এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
খ্রিস্ট ধর্ম প্রচারক যিশু খ্রিস্টের জন্মকাহিনি বড়দিনের উৎসবের মূলভিত্তি। ২৫ ডিসেম্বর বেথলেহেম শহরে কোনো এক আস্তাবলে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম নেন যিশু।
উল্লেখ্য, দুই হাজার বছরের বেশি সময় আগে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু ২৫ ডিসেম্বর ইসরাইলের বেথলেহেম শহরে জন্ম নেন। সৃষ্টিকর্তার মহিমা প্রচার ও মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য ঈশ্বর যিশুকে মানবরূপে পৃথিবীতে পাঠিয়েছিলেন বলে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস। 5,741,165 total views, 514 views today |
|
|
|