ডিসেম্বর ২৬, ২০২২
শ্যামনগরে পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরে পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর (সোমবার) সকাল ১০ টায় নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের অধীনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অডিট অফিসার চন্দন কুমার দেব পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত কর্মশালায় উপস্থিত থেকে পরিচালনা করেন। কর্মশালায় শ্যামনগর উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও কালিগঞ্জ উপজেলার ১টি মাদ্রাসাসহ ১০টি প্রতিষ্ঠান প্রধান ও একজন সহকারি উপস্থিত ছিলেন। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে তথ্য ছক পূরণ ও সংশ্লিষ্ঠ কাগজপত্রাদী সংযোজন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অডিট অফিসার চন্দন কুমার দেব জানান, আগামী ৩১ ডিসেম্বর ২০২২ এর মধ্যে নির্ধারিত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন করে মূল প্রয়োজনীয় কাগজপত্রাদী ও অন্যান্য বিষয়ে পরিদর্শন করা হবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ভূমিকার বিস্তর বর্ণনা সভায় স্থান পায়। 8,585,668 total views, 2,354 views today |
|
|
|