ডিসেম্বর ১০, ২০২২
শ্যামনগরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) শ্যামনগর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জে,সি কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার, প্রভাষক মোশারাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা ওরফে বাংলা, প্রভাষক অলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, আইন সম্পাদক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে চলমান বিএনপি নৈরাজ্য আন্দোলনের প্রতিবাদে এ কর্মসূচী পালিত হয়েছে। 8,230,705 total views, 10,697 views today |
|
|
|