নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৫ শতাধিক অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা-৯৩ নামের বন্ধু সংগঠনের আয়োজনে রবিবার সাতক্ষীরার বিভিন্ন স্থানে এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুরা উক্ত কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণে এ সময় উপস্থিত ছিলেন, এসএসসি-৯৩’র বন্ধু আব্দুল কাইয়ুম, সিদ্দিক, ইঞ্জিনিয়ার নাজিম, মিঠু,কামরুজ্জামান, রকিব, ইদ্রিস আলী, হাবিবুল্লাহ, মাসুদ বাবু, মোফাজ্জেল বাবু, নাসির উদ্দিন, অসীম, হাসানুর, সিরাজুল,আমিনুল হক সান্টু, বকুল, নজমুস পলাশ, রমজান আলী, সাঈদ প্রমুখ।
5,741,448 total views, 797 views today