ডিসেম্বর ৬, ২০২২
রমজাননগরে এমপি জগলুল হায়দারের মতবিনিময়
সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের ভেটখালী অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল গফ্ফার তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এস,এম, জগলুল হায়দার। এ সময় বক্তব্য রাখেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবির, সাবেক চেয়ারম্যান ও বুড়িগোয়ালীনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল, নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. শাহিনুর আলম শাহিন, ০৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মাজেদ, রমজাননগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জি,এম অব্দুল্ল্যাহ আল মামুন। এসময় সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য বাবু পতিত পাবন মন্ডল। 8,288,418 total views, 10,059 views today |
|
|
|