Site icon suprovatsatkhira.com

মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট মা

তালা প্রতিনিধি : অসুস্থ শিশু কন্যাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তালায় তানিয়া আক্তার (২২) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে তালা হাসপাতাল থেকে মেয়ের চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় তিনি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। নিহত তানিয়া বেগম পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের লুৎফর রহমানের স্বামী পরিত্যক্তা মেয়ে।

নিহতের ভাই হাবিবুর মোড়ল জানান, তার বোন তানিয়া বেগম অসুস্থ শিশু কন্যা তাবাছুম (৪) কে চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে তালা হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার দেখিয়ে দুপুরে ইজিবাইকে বাড়ি ফেরার পথে তালা উপজেলার গঙ্গারামপুর পাঁকারমাথা নামক স্থানে পৌঁছালে পাইকগাছার দিক থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাক যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয়। এসময় তানিয়া বেগম রাস্তার উপর পড়ে গেলে সে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। এসময় তার শিশু কন্যা তাবাসসুম আহত হন। এব্যাপারে তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম বলেন, দুর্ঘটনার পরেই ট্রাক নিয়ে পালানোর সময় সংবাদ পেয়ে তালা ব্রিজ মোড় থেকে ট্রাক চালক সাদ্দাম হোসেনসহ হেলাপারকে আটক করা হয়। এছাড়া ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৩-৬০৬২) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version