Site icon suprovatsatkhira.com

মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী মিসেস জেসমিন নাহার’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান পত্মী মিসেস সালেহা ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পত্মী মিসেস রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক পত্মী মিসেস মৌ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্মী মিসেস মাহিনুর আক্তার টুম্পা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী এ্যাড. ফরিদা আক্তার বানু, সাধারণ সম্পাদিকা ফারহা দীবা খান সাথী, সাহানা মহিদ বুলু, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, মিসেস মারুফা আক্তার স্বপ্না, রাফিয়া বেগম, মিসেস রুপালী খান, মিসেস ইসমত আরা, লাবনী দত্ত, জ্যোৎ¯œা দত্ত, জেলা মহিলা অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version