Site icon suprovatsatkhira.com

মহান বিজয় দিবস উপলক্ষে দুই বাংলায় মিষ্টি বিনিময়

নিজস্ব প্রতিনিধি : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুই বাংলায় শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করা হয়েছে। ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে এ শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষ থেকে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জাহিদের নির্দেশ মোতাবেক ভোমরা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মাজরিহা হোসাইন নেতৃত্ব প্রদান করেন। অপরদিকে ভারতের পক্ষে বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অভিনাশ কুমার, ইমিগ্রেশন পুলিশ এর এএসআই অনুপ দত্ত।

এছাড়া ভোমরা ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে ইমিগ্রেশন অফিস সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মাজরিহা হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন পুলিশের এএসআই নুর মোহাম্মদ, আব্দুল হালিম, আব্দুর রহমান, পুলিশ সদস্য জহিরুল, কামাল হোসেন, জিয়াউর রহমান জিয়া, সোহেল রহমান, মনির হোসেন, মোজাহিদসহ আরো অনেকে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version