Site icon suprovatsatkhira.com

ভোমরায় প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিং বিষয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার বিকাল ৩টায় সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ল²ীদাঁড়ি গ্রামের ঈদগাহ মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ভোমরা ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ড ইউপি সদস্য খাদিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী, এনজিও কর্মকর্তা মোহিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগগুলো যেমন- আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, কমিউনিটি ক্লিনিক, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা কার্যক্রম বিষয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে ভোমরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুইশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version