পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সমুদ্রগামী ভূমিহীন জেলেদের পরিবারে খাসজমি প্রাপ্তির আইনগত অধিকার প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে অ্যাওসেড ও ভিলেজ ক্লাইমেট বেজিলিয়েট পিপিলস কমিটির উদ্যোগে ও ব্রেডফর দ্য ওয়াল্ড এর সহযোগিতায় উপজেলা পরিষদ এর প্রবেশদ্বারে সড়কের উপর এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে জেলে পরিবারে খাসজমি প্রাপ্তির অধিকারের প্রতি সমর্থন করে এ বিষয়ে করনীয় সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬’র এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।বক্তব্য রাখেন মাহমুদকাটি ভিসিআরপিসির সভাপতি মানিক ভদ্র, সম্পাদক রাজিব গাঙ্গুলী,সাংবাদিক আঃ আজিজ ও বিশ্বনাথ ভট্টাচার্য, অ্যাওসেড সমন্বয়কারী মাহাবুবুর রহমান, তপন বিশ্বাস, পঞ্চানন বিশ্বাস, কাকলী বিশ্বাস, সুভদ্রা বিশ্বাস সহ অনেকে।