Site icon suprovatsatkhira.com

বড়দলে কলেজিয়েট স্কুলে আইন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক আলোচনা

এস এম শরীফ, বড়দল প্রতিনিধি : আশাশুনির বড়দল কলেজিয়েট স্কুলে শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল হল রুমে শিক্ষার্থীদের মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, আইন-শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক আলোচনা উপস্থাপন করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম (পিপিএম)।

বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা সহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ওসি মমিনুল বলেন, সকল শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বাল্য বিবাহের কুফল সম্পর্কে জানতে হবে। ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। কাউকে উত্ত্যক্ত করা বীরত্বের কাজ নয় বরং দÐনীয় অপরাধ। মাদক ও অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। নৈতিকতার চর্চা করতে হবে। পিতা-মাতা ও শিক্ষকদের কথা মেনে চললে অপরাধ প্রবণতা কমে যাবে এবং জীবন সুন্দর হবে।
কোন রকমের সহযোগিতার প্রয়োজন হলে তিনি থানাকে অবহিত করার আহŸান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version