ডিসেম্বর ২৬, ২০২২
বুধহাটা বাজার বণিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয় দিবস পালন
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটা বাজার বণিক সমিতি ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বুধহাটা কলেজিয়েট স্কুল ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিয়াবুল ইসলাম শিহাব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, আশাশুনি সদর বাজার বণিক সমিতির সভাপতি লিংকন হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, মহিলা মেম্বার দোলন খাতুন, বুধহাটা ইউনিয়ন যুবলীগ সভাপতি এজদান আলী, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, তাঁতীলীগ নেতা কাইয়ুম হোসেন ডালিম, সাংবাদিক শেখ বাদশা, মইনুল ইসলাম, খায়রুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে খুলনা বিভাগীয় কন্ঠ শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত পরিবেশন ও বিভিন্ন পারফরমেন্স করেন। 5,740,322 total views, 4,432 views today |
|
|
|