ডিসেম্বর ১৫, ২০২২
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও কেডস বিতরণ
![]() নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের সুলতানপুরস্থ স্কুল ভবনে স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের ১৩০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সহকারি শিক্ষক মো. হাবিবুল্লাহ হাবিব, মো. আসাদুজ্জামান আসাদ, কামরুজ্জামান, হামিদা খাতুন, প্রসেনজিৎ কুমার, আব্দুল কাইয়ুম, শারমিন নাহার, শুভেন্দু সরকার প্রমুখ।
5,686,882 total views, 1,801 views today |
|
|
|