Site icon suprovatsatkhira.com

বল্লী ইউনিয়ন জামায়াত নেতা ১২ মামলার আসামী মুকুল মাস্টার গ্রেফতার

মাহফিজুল ইসলাম আককাজ : নাশকতার মামলায় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক একেএম আজাহারুজ্জামান মুকুলকে(৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল পৌঁনে ১১টার দিকে নিজ কর্মস্থলের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত একেএম আজাহারুজ্জামান মুকুল সাতক্ষীরা সদরের হাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে নাশকতাসহ প্রায় ১২টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আজাহারুজ্জামান মুকুলের ছেলে তৌফিকুজ্জামান প্রান্ত জানান, তার বাবা প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে তার কর্মস্থল বল্লী মুজিবুর রহমান বিদ্যালয়ে যান। সকাল পৌঁনে ১১টার দিকে তিনি বিদ্যালয়ের মূল ফটকের বাইরে এলে পুলিশ পরিচয়ে তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মো. তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে আখড়াখোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version