পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় বাইগুনী নামক মোড়ে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন মটারসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৪ নভেম্বর) দুপুর ৩টার দিকে বাইগুনী গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী তৌহিদের ছেলে হাবিবুর রহমান (২৬) বাসা থেকে বের হয়ে পাটকেলঘাটা অভিমুখে রওনা করলে বাইগুনী নামক মোড়ে পৌছা মাত্রই বিপরীত দিক থেকে সাতক্ষীরাগামী নগরঘাটার মোটরসাইকেল আরোহী (অজ্ঞাত) নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমানের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে উভয় আরোহী ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। এসময় এলাকাবসী এম্বুলেন্স নিয়ে এসে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।
8,412,989 total views, 1,142 views today