ডিসেম্বর ১৪, ২০২২
পাইকগাছায় বন্ধুক-বোমা-গুলি ও জিহাদি বই উদ্ধার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় একটি মসজিদের ছাদের উপর থেকে দুটি বন্ধুক, ৮টি বোমা সাদৃশ্য বস্তু, গুলি ও কিছু জিহাদী বই উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর ৫ টার দিকে স্থানীয় ইউপি মহিলা সদস্যের সংবাদের ভিত্তিতে ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের সহযোগীতায় এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেন। পুলিশ জানায়, উপজেলার চাঁদখালী ইউপির মহিলা সদস্য ফতেমা তুজ জোহরা ও একজন মুক্তিযোদ্ধা অস্ত্র বোমার বিষয়ে সংবাদ দেন। এ সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে স্থানীয় ধামরাইল উত্তর পাড়া জামে মসজিদের দোতলায় অভিযান চালায় পুলিশ। এসময় দুটি দেশি তৈরী বন্ধুক, ৮টি বোমা সাদৃশ্য সদ্য হাতে তৈরি বস্তু, ২রাইন্ড কার্তুজ ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে খুব তাড়াতাড়ি আটক করা হবে’। 8,284,628 total views, 6,269 views today |
|
|
|