ডিসেম্বর ২৫, ২০২২
পাইকগাছায় উৎসবমূখর পরিবেশে বড়দিন উদযাপিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় উৎসবমূখর পরিবেশে খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। উপজেলার ২৪টি মিশনে বড়দিনে বিভিন্ন অনুষ্টানের আয়োজন করা হয়। এ উপলক্ষে মিশনগুলোতে ৪ দিন ব্যাপি নানা অনুষ্ঠান মালা আয়োজন করা হয়েছে। উপজেলার ক্যাথলিক ও ব্যাপটিষ্টসহ প্রতিটি চার্জেএ সরকারিভাবে ৫০০ কেজি করে চাল অনুদান দেওয়া হয়েছে। ৪ দিন ব্যাপি অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, জন্ম তিথি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। ২৫ ডিসেম্বর শনিবার প্রথম প্রহরে খ্রীষ্টযাগের মধ্য দিয়ে বড়দিনের শুভ সূচনা করা হয়। পৌরহিত্য করেন রেভা ফাদার ফিলিপ মন্ডল। প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলা সদরের ক্যাথলিক মিশনে নানা আয়োজন করা হয়েছে। আল্পনা দিয়ে সাজানো হয়েছে প্রতিটি বাড়ির আঙিনা। মিশনের মাঠে বসেছে ছোট-খাটো মেলা। মিশনের সামনে স্থাপিত পানির ফোয়ারা নজর কেড়েছে দর্শনার্থীদের। করোনাকালীন কিছুটা সমস্যা হলেও এবছর উৎসবমূখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পেরে খুশির আমেজ বিরাজ করছে খ্রীষ্টান ধর্মালম্বীদের মাঝে। মুন্নী সরকার জানান, বড়দিন উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে এসেছি। করোনার কারণে বিগত বছরগুলোতে বড়দিনে তেমন কোন উৎসব ছিলনা। এ বছর উৎসব মূখর পরিবেশে উদযাপন করতে পেরে খুব ভালো লাগছে। খ্রীষ্টান এসোসিয়েশনের পাইকগাছা-কয়রার সভাপতি আন্দ্রীয় ডি রোজারিও জানান, অত্র এলাকার সবখানেই উৎসবমূখর পরিবেশে বড়দিন উদযাপন হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা সহ সবধরণের সহযোগিতা করা হচ্ছে। আশা করছি ২৭ ডিসেম্বর পর্যন্ত গৃহীত সকল অনুষ্ঠান মালা ভালভাবেই সম্পন্ন হবে। 8,475,663 total views, 391 views today |
|
|
|