Site icon suprovatsatkhira.com

নাবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা নাবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল মালেক গাজী।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ মনজুরুল হক, ম্যানেজিং কমিটির সদস্য মো. ওবায়দুল্লাহ, সিদ্দীকুর রহমান, মো. আতিয়ার রহমান, আব্দুল আলিম বাবু, লিপিকা রানী মিস্ত্রী। নাবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৈবুর রহমান, এ এইচ এম শামীম পারভেজ, নাজমুল লায়লা বিথী প্রমুখ। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধের শাহিদ, ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় নাবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নাবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version