ডিসেম্বর ২৯, ২০২২
ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
![]() প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্কুলের অডিটোরিয়ামে প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম। এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ল²ীকান্ত মল্লিক, প্রতিষ্ঠাতা সদস্য গিয়াসউদ্দীন সানাসহ প্রয়াত সদস্যগণের আত্মার শান্তি কামনা করা হয় এবং প্রতিষ্ঠাতা সভাপতি ল²ীকান্ত মল্লিকের পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়া স্কুলের পক্ষ থেকেও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির মেধাবী ১২জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, অভিভাবক সদস্য মিয়ারাজ হোসেন, মুন্নাফ মন্ডল, সহকারী শিক্ষক অরুন কুমার মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম, কনক কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম। অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 5,741,403 total views, 752 views today |
|
|
|