Site icon suprovatsatkhira.com

দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে পুষ্প্যমাল্য অর্পন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপজেলা চত্বরে অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, সংসদ সদস্যের পক্ষে, উপজেলা প্রশাসন, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, দেবহাটা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজ, দেবহাটা কলেজ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ, সরকারি মডেল হাইস্কুল সহ বিভিন্ন সংগঠন।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলি মোর্ত্তোজা মোহাম্মাদ আনারুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুধিজন, মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬.১৫ মিনিটে উপজেলা চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version