ডিসেম্বর ১৭, ২০২২
দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার দিনভর নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে উপজেলা প্রশাসন। প্রত্যুষে দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউশনে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা হয়। স্বাধীনতার অগ্রনায়ক জাতির বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনসহ সকাল ৮টা থেকে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দেবহাটা উপজেলা প্রশাসন, দেবহাটা উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সাংসদ, দেবহাটা থানা, দেবহাটা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ, দেবহাটা কলেজ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজসহ সকল সরকারি-বেসরকারি সংগঠন। এসময় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেবহাটা ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, শহীদ বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, কেদার মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, শিশু-নারী ও পুরুষের আলাদা আলাদা ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়। 8,495,124 total views, 2,902 views today |
|
|
|