দেবহাটা প্রতিনিধি : দেবহাটার উত্তর সখিপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী অমেলা রানী (৫৩) নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে নিখোঁজ মায়ের সন্ধান পেতে দেবহাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন ছেলে স্বাপন কুমার মন্ডল। দেবহাটা থানায় ১৫ ডিসেম্বর ৫১৮ নং ডায়েরি সূত্রে জানা যায়, অমেলা রানী দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ। সে গত ১২ ডিসেম্বর থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি।
বহু স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরেন ছিল লাল রং এর ছাপা শাড়ি। তার গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বাটে, উচ্চতা ৫ ফুট। নিখোঁজের সন্ধান পেলে ০১৭১০-০২৬০৯৮ নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।