দেবহাটা ব্যুরো : দেবহাটায় ডিআরআরএ’র উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের ব্যবস্থাপনা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার লিলিয়ানা ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় এবং ডিআরআরএ কর্তৃক বাস্তবায়নে দেবহাটার হাদিপুরে ডিআরআরএ ট্রেনিং এ্যন্ড রিসোর্চ সেন্টার (টার্ক) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কমিউনিটি বেইজড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (সিবিআইডি) প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলার ০৫ টি ইউনিয়ন থেকে মোট ১৯ জন প্রতিবন্ধী শিশুর অভিবাবক অংশ নেন।
এতে প্রতিবন্ধী শিশু ব্যবস্থাপনার উপর ২ দিনব্যাপী দক্ষতাবৃদ্ধি মূলক প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রতিবন্ধিতার ধরন অনুসারে তাদের দৈনন্দিন কার্যক্রম সহজতর করার লক্ষ্যে প্রতিবন্ধী শিশুর অভিভকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষন প্রদান করেন সিবিআইডি প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর দেবেশ দাস। এছাড়া সহকারী প্রশিক্ষক ছিলেন সিবিআইডি প্রকল্প টনি বিশ্বাস।