Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ডিআরআরএ’র আয়োজনে ই-কমার্স দক্ষতা প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ডিআরআরএ’র আয়োজনে ২ দিনব্যাপী এটুআই এবং ই-কমার্স এর উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (২১ ও ২২ ডিসেম্বর) ডিআরআরএ ট্রেনিং এন্ড রিসোর্চ সেন্টার (টার্ক) এ লিলিয়ানা ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় এবং ডিআরআরএ কর্তৃক বাস্তবায়িত “কমিউনিটি বেইজড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (সিবিআইডি)” প্রকল্পের আওতায় এ দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। সিবিআইডি প্রকল্পের আওতায় ৩০ জন উপকারভোগীকে আধুনিক ব্যবসা পদ্ধতি বা অনলাইন ভিত্তিক ব্যবসার সম্প্রসারণ, বেকার যুবক-যুবতীদেরকে দক্ষতা বৃদ্ধি করে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) হেমেন্দ্রনাথ মন্ডল। এছাড়া সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিবিআইডি প্রকল্পের এমআইএস অফিসার উজ্জল হোসেন। প্রশিক্ষনে ডিজিটাল মাকের্টিং, এবং এটুআই এর উপর বিশদ আলোচনা করা হয়। এছাড়া প্রতিবন্ধী শিশুদের হাতে কলমে উপরিউক্ত বিষয় সমূহ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষনে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরআরএ’র ডেপুটি ব্যবস্থাপক এডমিন এবং ফাইনান্স তরুণ কুমার সরদার, সিবিআইডি প্রকল্পের সিবিআর কো-অর্ডিনেটর অসিত দেবনাথ, সিআরও টনি বিশ্বাস।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version