ডিসেম্বর ২৭, ২০২২
তুয়ারডাঙ্গায় শুভ বড় দিন উদযাপন
![]() নুরুল ইসলাম: খাজরা(আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলা ৮ নং খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা উত্তর খ্রিষ্টান পাড়াতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ বড়দিনের অনুষ্ঠান পালিত হয়েছে। বিপ্লব সরকার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এস এম হোসেনুউজ্জামান হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজরা ইউ,পি সদস্য ইব্রাহিম খলিল (টুকু), বড়দল ইউ,পি সদস্য চন্দ্রকান্ত মন্ডল, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রধান অতিথি পুনরায় আবার কেক কেটে অনুষ্ঠানটি শুরু করেন, শুভেচ্ছা যুব সংঘ ও খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রভাষ দাস, ক্যাশিয়ার অনিমেষ সরকার, প্রকাশ সরকার, স্বপন দাস, তপন দাস, শিমন দাস, আপন দাস, ফিরোজ হোসেন প্রমুখ,অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কুইজ, ছড়া, কবিতা এক কাঠিতে মোমবাতি জালানো চেয়ার সেটিং হাড়িভাঙ্গা সহ নানা ধরনের বিনোদনমূলক খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়,সন্ধ্যায় ঢাকা এবং খুলনা বাগেরহাট থেকে আগত শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়। ২৭-১২ ২০২২ রাত ১০ ঘটিকার সময় উক্ত অনুষ্ঠানে সামাজিক যাত্রাপালা বন্দী বিধাতা অনুষ্ঠিত হবে। 5,686,532 total views, 1,451 views today |
|
|
|