ডিসেম্বর ৩০, ২০২২
ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
![]() নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। এর আগে সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলয়াত করেন বিদ্যলয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী নাজমিন সুলতানা তিশা এবং গীতা পাঠ করেন অষ্টম শ্রেণির ছাত্র অভি সাধু। পরে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ শেষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান মুকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, ইংরেজী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, অভিভাবক তনু সাথা। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষকবৃন্দ। 5,685,230 total views, 149 views today |
|
|
|