নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের সদস্যদের সাথে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর -২আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, হেনরী সরদার, সাতক্ষীরা ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাবের সাধারণ সম্পাদক ছাইফুল করিম সাবু, উত্তর কালিগঞ্জ শিল্পকলা আকাডেমীর পরিচালক এটি এম রেজাউল হক, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শেখ সহীদুর রহমান, শেখ সিদ্দিকুর রহমান, জেলা সাংস্কৃতিক পরিষদের সদস্য শামীমা পারভীন রতœা, অধ্যক্ষ আশেক ই এলাহী, এ্যাড শফিউল ইসলাম খোকন প্রমুখ। সাধারণ সভায় সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের সদস্যরা দীর্ঘদিন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিষদের কমিটি না থাকায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে ঐহিত্যবাহী এই সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক পরিষদকে গতিশীল করার করার লক্ষ্যে দ্রæত একটি কমিটি গঠনের প্রস্তাব করেন সদস্যরা। এসময় সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাংস্কৃতিক পরিষদের সদস্য শেখ মুসফিকুর রহমান মিল্টন।