নিজস্ব প্রতিনিধি : নব-নির্বাচিত সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস কোচ্ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-খুলনা-৫৫০ এর নেতৃবৃন্দ। (০৮ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদসহ নব-নির্বাচিত সকল নেতবৃন্দের হাতে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি তুলে দেন বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নব-নির্বাচিত কার্যকরী সহ-সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, সাজেদুর রহমান খান চৌধুরী, এ.কে.এম মোতাহারুল হক সজল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম কালু, সমাজসেবা সম্পাদক মো. শাহাজান কবির, বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী গাজী খোকা, সহ-সভাপতি মো. মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আসাদুর রহমান খাঁন বিপু, অফিস সম্পাদক মো. আক্তারুজ্জামান, সদস্য নুর আলম গাজী, শেখ হারুন, শেখ ফারুক হোসেন জনি, মো. আক্তার হোসেন, মো. মোতাহার হোসেন, মো. হামিদুল ইসলাম, মো. আজিজুল ইসলাম প্রমুখ। এসময় নব-নির্বাচিত সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দদের মুখে মিষ্টি তুলে দেন বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। শুভেচ্ছা বিনিময় করেছে নব-নির্বাচিত সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস কোচ্ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-খুলনা-৫৫০ এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।