প্রেস বিজ্ঞপ্তি : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জেলা তথ্য অফিস, সাতক্ষীরা কর্তৃক মাস ব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে বৃহস্পতিবার দেবহাটা উপজেলায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী দেখানো হয়।
নতুন প্রজন্ম ও জনসাধারণকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ০১ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে।