ডিসেম্বর ৭, ২০২২
জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ’র দায়িত্ব ভার গ্রহণ
![]() মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ ও কোষাধ্যক্ষ মো. ইদ্রিস আলী বাবু এর নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা স্টেডিয়ামের হলরুমে সাজেক্রীস এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ ও কোষাধ্যক্ষ মো. ইদ্রিস আলী বাবু’র নিকট দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সাজেক্রীস’র যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আব্দুল মান্নান, কবিরুজ্জামান রুবেল, মো. লুৎফর রহমান সৈকত, মো. রুহুল আমিন, ইকবাল কবির খান বাপ্পি, ফারহা দীবা খান সাথী, শিমুন শামসসহ, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, আইনুল ইসলাম নান্টা, হাবিবুর রহমান রিন্টু, কাজী কামরুজ্জামান, মো. আলতাফ হোসেন, আলতুসহ বিভিন্ন ক্লাব/সংস্থার প্রতিনিধি ও খেলোয়াড়বৃন্দ। 5,740,629 total views, 4,739 views today |
|
|
|