ডিসেম্বর ২৪, ২০২২
গ্রন্থপাঠ বৃত্তির সম্মাননা প্রদান
![]() ডেস্ক রিপোর্ট : খায়রুল বাসার সাহিত্য-পাঠ ও সংগ্রহশালা’র গ্রন্থপাঠ বৃত্তি ২০২২ এর সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের পলাশপোল এলাকায় কবি খায়রুল বাসারের পিতৃভিটে মায়ের কোল ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থপাঠে অংশগ্রহণকারীদের সম্মাননা, সনদ ও ত্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্রের কৌশিক সরদার। স্বাগত বক্তব্য প্রদান করেন খায়রুল বাসার সাহিত্য-পাঠ ও সংগ্রহশালা’র পরিচালক শাহারিয়ার বাসার। গ্রন্থপাঠ বৃত্তির সঞ্চালক সানজানা পারভীনের সঞ্চালনায় গ্রন্থপাঠে অংশগ্রহণকারীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গ্রন্থপাঠ বৃত্তি ২০২২ এর সমন্বয়ক গোপাল চন্দ্র সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অধ্যক্ষ বাসু দেব বসু, অধ্যক্ষ হামিদ মোল্যা, অধ্যাপক ভূধর সরকার, শুভ্র আহম্মেদ ও শহীদুর রহমান। গ্রন্থপাঠ বৃত্তির সঞ্চালক জেরিন মারজানের সার্বিক সহযোগীতায় সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কবি খায়রুল বাসার। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 5,741,378 total views, 727 views today |
|
|
|