নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বেলা তিন টায় শেষ হয়। জানা গেছে, আপন দুই ভাই মাদ্রাসার সভাপতি প্রার্থী হওয়ায় গাভা দাখিল মাদ্রাসার কমিটি গঠন করা নিয়ে বেশ কিছুদিন ধরে মতবিরোধ চলছিল। তবে শনিবার সকাল থেকেই গাভা অক্ষয় কুমার মিস্ত্রি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থীদের অভিভাবক অর্থাৎ ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। এসময় ভোটারদের মধ্যে ঊচ্ছ¡সিত ও আনন্দিত মনোভাব পরিলক্ষিত হয়।
বড়ভাই রেয়াজউদ্দীন (৫৫) ও ছোটভাই আলহাজ্ব নুরুজ্জামান লালটু (৪৬) এর প্যানেলের মধ্যে শুরু হয় ভোট যুদ্ধ। বড়ভাই রেয়াজউদ্দীনের প্যানেলকে পেছনে ফেলে ছোটভাই আলহাজ্ব নুরুজ্জামান লালটু এর প্যানেল বিজয় অর্জন করেছেন। বিজয়ী আলহাজ্ব নুরুজ্জামান লালটু প্যানেলের মোঃ আব্দুল কাদের দেয়াল ঘড়ি প্রতিকে ৭২ রাকিব আহমেদ সিলিং ফ্যান প্রতিকে ৬৬ গোলাম মোস্তফা টিউব ওয়েল প্রতিকে ৬২ সবুজ গাইন ক্রিকেট ব্যাট প্রতিকে ২৬ এবং নাজমা খাতুন বই প্রতিকে ৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সহিদুর রহমান প্রিজাইডিং অফিসার হিসেবে ও ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নকিবুল্লাহ উপস্থিত ছিলেন।