ডিসেম্বর ৬, ২০২২
কয়রায় উচ্চ মূল্যের নিরাপদ সবজি উৎপাদনে মাঠ দিবস পালন
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর পিপিইপিপি প্রকল্পের উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে উচ্চ মূল্যের নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় জীবিকায়ন কম্পোনেন্ট এর আওতায় কয়রা সদর ইউনিয়নের ৩নং কয়রা গাজীপাড়ায় মাঠ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক শাহানুর গাজী বলেন, পুষ্টি জাতীয় সবজি চাষ করে অনেক ভাল পালন পাওয়া যাবে। আগামীতে অনেক কৃষক এই সকল বেগুন, ওলকপি, ফুলকপি সবজি চাষ করার জন্য আগ্রহী হয়ে উঠছে। এতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আর তাতে সহযোগিতা করছে নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় ইউপি সদস্য শেখ সোহরাব হোসেনের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দায়িত্বপ্রাপ্ত কৃষি অফিসার অসিম কুমার দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুতব সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, ইউপি সদস্য নাজমুছ সাদাত, নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশনের কারিগরী কর্মকর্তা সু-মঙ্গল কুন্ডু, সুব্রত রায় চৌধুরী, কৃষাণী সেলিনা আক্তার, নুরজাহান খাতুন প্রমুখ। 8,232,432 total views, 12,424 views today |
|
|
|