Site icon suprovatsatkhira.com

কয়রায় ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বনিউল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। জানা গেছে, নারাণপুর মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে নব নির্বাচিত ক্যাশিয়ার গোলাম মোস্তফার ছেলে মেহেদী হাসানকে ওই ইউপি সদস্য এবং তার সন্ত্রাসী বাহিনী শুক্রবার জুমার নামাজের পর বেদম মারপিট করে গুরুতর আহত করে। এরই প্রতিবাদে শনিবার বিকেলে নারাণপুর বাজারে গ্রামবাসী ও মসজিদের মুসল্লীরা এ মানববন্ধন করে।

এতে বক্তব্য রাখেন নারানপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম (৪২), মোঃ আছাফুর রহমান (৩৫), নুরুজ্জামান (৪২), মাসুম সরদার (২৫) প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি সদস্য মোঃ বনিউল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক বেদম মারপিটে আহত মসজিদের নবনির্বাচিত ক্যাশিয়ারের ছেলে কলেজ পড়ুয়া ছাত্র মোঃ মেহেদী হাসানকে নির্মামভাবে মারপিট করা হয়েছে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনাতে প্রেরণ করেছেন। উক্ত মানববন্ধনে গ্রামবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version