ডিসেম্বর ১১, ২০২২
কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের সাথে চেয়ারম্যানের মতবিনিময়
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া বালিকা বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার সময় অত্র বিদ্যালয়ের কক্ষে শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিবাহ এবং ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুল না আসার কারণ গুলো তুলে ধরে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আছাদুল হক। শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়াও শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন চেয়ারম্যান আছাদুল হক। এসময় কুলিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল হক বাবু, বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইমাদুল হক, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসলেমা খাতুন, মহসিনা খাতুন, রবিউল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 8,173,483 total views, 14,268 views today |
|
|
|