ডিসেম্বর ৩০, ২০২২
কালিগঞ্জ থানায় নতুন ওসি মামুন রহমানের যোগদান
![]() নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মামুন রহমান। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে ওসি হালিমুর রহমান বাবুর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। তিনি যশোর এমএম কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করে ২০০৮ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশের এ কর্মকর্তার বাড়ি ঝিনাইদহ জেলার সদর থানায়। এদিকে থানার সাবেক ওসি হালিমুর রহমান বাবুকে ৭ মাস দায়িত্ব পালন শেষে সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার রাতে থানা পুলিশের পক্ষথেকে ওসি হালিমুর রহমান বাবুকে বিদায় সংবর্ধনা প্রদান ও নতুন ওসি মামুন রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। যোগদানকৃত অফিসার ইনচার্জ মামুনুর রহমান সাংবাদিকদের জানান, মানুষের সেবার জন্য থানার দরজা সব সময় খোলা থাকবে। মাদক, জুয়া, ইভটিজিং এবং নারী নির্যাতনের সঙ্গে কোন আপোষ করা হবে না। সকলের সহযোগিতায় দালালমুক্ত একটি মানবিক থানা গড়ে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। 5,726,716 total views, 4,176 views today |
|
|
|