ডিসেম্বর ৩০, ২০২২
কালিগঞ্জে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন করলেন অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি
![]() নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ সামাদ স্মৃতি ময়দানে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা-৩ আসনের এমপি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আফম রুহুল হক শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৭ টায় আনুষ্ঠানিক ভাবে এই মেলার উদ্বোধন করেন। কালিগঞ্জ সরড় পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার নরীম আলি মুন্সী, সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, আওয়ামী লীগ নেত্রী মাসুদা খানম মেধা, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, ক্রীড়া সংগঠক আব্দুল হামিদ প্রমুখ। এসময় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, ফিফা রেফারী ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য প্রধান শিক্ষক মাস্টার শফিকুল ইসলামসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাসব্যাপী বিজয় মেলায় সার্কাস প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন স্টল বসেছে মেলায়। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের আগে থেকে প্রচুর সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে জমে উঠেছে বিজয় মেলা। 5,686,648 total views, 1,567 views today |
|
|
|