নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যান্য উপজেলার ন্যায় গতকাল শুক্রবার সকাল ১০ টা থেকে কালিগঞ্জ উপজেলায় ৩ টি কেন্দ্রে শুরু হয়। মোট ৮৩১ জন ডিআরধারী শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হলেও ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। উপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৩৩৪ জন এবং মেয়ে ৪৯৩ জন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হল সুপার হিসাবে দায়িত্ব পালন করেন পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খুকু এবং কেন্দ্র সচিব ছিলেন সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন। ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হল সুপার ছিলেন বাথুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এবং কেন্দ্র সচিব সচিব ছিলেন ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির খসরু।
উত্তর কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হল সুপার ছিলেন ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ও কেন্দ্র সচিব ছিলেন উত্তর কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার ঘোষ। উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা এবং সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান দোলন এর সার্বক্ষণিক বৃত্তি পরীক্ষার যাবতীয় কার্যক্রম তদারকি করেছেন বলে জানা গেছে।