ডিসেম্বর ২১, ২০২২
কালিগঞ্জের পারুলগাছা প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ৫৯ নং পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয় চত্ত্বরে প্রধান শিক্ষক ছাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন। সহকারী শিক্ষক সঞ্জয় কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সহকারী শিক্ষক দীপঙ্কর সরদার, সদস্য তরুন কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও অভিভাবক আব্দুস সামাদ, মেহেদী হাসান বাবু প্রমুখ।
ফলাফল প্রকাশ শেষে প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীকে এবং ২০২২ সালে একদিনও নৈমিত্তিক ছুটি না নিয়ে নিয়মিত যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ায় সহকারী শিক্ষিকা মোছা. সেলিনা পারভীনকে পুরস্কৃত করা হয়। 6,820,907 total views, 292 views today |
|
|
|